নড়াইলে যৌতুক এবং বাল্য বিয়ে প্রতিরোধে চারশতাধিক শিক্ষার্থীর শপথ গ্রহণ

”আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করব, যৌতুককে না বলব, যৌতুক যে নেয় তাকে ঘৃণা করব, শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেষ্ট থাকবো” এমন আরো শ্লোগান নিয়ে নড়াইলের মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এক সাথে শপথ গ্রহণ করেছেন। এসময় শিক্ষক, অভিভাবকরাও শিক্ষার্থীদের সাথে শপথ নেন।

৩০ মার্চ সোমবার বেলা ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সাইভ্যাক বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন “ন্যাশনাল ইনিসিয়েটিভ টু এন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন” প্রকল্পের সহযোগিতায় ইনসিডিন বাংলাদেশ ও পরিবর্তন-খুলনা’র আয়োজনে “শিশুর প্রতি সহিংসতা নিরসন” শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভায় এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ওলিউর রহমান, জেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আনিছুর রহমান, ইনসিডিন বাংলাদেশের নীতি বিশ্লেষক রফিকুল ইসলাম খান আলম, পরিবর্তন-খুলনা’র প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, প্রোগাম অফিসার মোস্তাহিদুর রহমান বাবু ও শেখ ইমরান ইমন সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *