খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

সভায় বিভিন্ন বিভাগের চলমান এবং উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কেডিএ নিউমার্কেট এর সামনে বাজারদর সংক্রান্ত ডিজিটাল বিলবোর্ড স্থাপনের জন্য জেলা বাজার অফিসার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতির বিষয়ে দ্রুত সমাধান বিষয়ে সভার দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান তাদের সংশ্লিষ্ট উপজেলার নদী সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দৃষ্টি আকর্ষণ করেন। আসন্ন বর্ষা মৌসুমের আগেই জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ইউএনওদের মাধ্যমে সংশ্লিষ্ট নিজ নিজ উপজেলার ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে তথ্য দেয়ার প্রেক্ষিতে আশু  সমাধানের জন্য সভাপতি পাউবো’র সহযোগিতা কামনা করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, চলতি অর্থ বছরে খুলনা জেলায় ১২০টি ওয়াশ ব্লক নির্মাণ এবং ৭১টি গভীর নলকূপ স্থাপনে বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া রূপসা উপজেলায় ৩১০টি রেইন ওয়াটার হার্ভেস্টার’র বরাদ্দ পাওয়া গেছে যার ৮০% কাজ সম্পন্ন হয়েছে। মিষ্টি পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা অনুমোদনের অপেক্ষায় এর আওতায় ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থ বছরে জেলার বিভিন্ন উপজেলায় ৩৩টি অগভীর নলকূপ, ১০টি মডিফাইড তারা, ১৫৭টি গভীর নলকূপ, ২৭টি রেইন ওয়াটার হারভেস্টার, ০২টি এসএসটি/ভিএসএসটি এবং ০২টি গভীর নলকূপ স্থাপনসহ মাল্টিপোল হ্যান্ড পাম্প স্থাপনের বরাদ্দ পাওয়া গেছে। খুলনা জেলায় মোট ২৩১টি পানির উৎস স্থাপনের অনুমোদনও পাওয়া গেছে।

প্রতিবন্ধী বিষয়ক অফিসার সভায় জানান যে, ইতোমধ্যে খুলনা জেলায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন ও তথ্য সংগ্রহের মাধ্যমে ১০৬ জন, ফিজিওথেরাপী ৬৬ জন, স্পীচ থেরাপী ১ জন, হেয়ারিং এ্যাসেসমেন্ট ৮ জন, ভিজুয়াল ৭ জন, সেরেব্রাল পালসি ১৬ জন, অন্যান্য ৮ জন সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা হয়েছে।

সমাজ সেবা অফিসের উপপরিচালক জানান, বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রকার ঋণ কার্যক্রম, পুনর্বাসন কার্যক্রম, আবাসন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তি, হিজড়া বিশেষ ভাতা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। এছাড়া ১২০৮টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৭৪টি বেসরকারি এতিমখানা রয়েছে।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, কৃষি সম্পসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *