চিকিৎসককে গ্রেফতারের নিন্দা

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শম্পা রানী কে হয়রানি মুলক মিথ্যা মামলায় কতৃপক্ষের বিনা অনুমতিতে গ্রেফতার করে থানায় নেওয়ায় খুলনা বিএমএ’র নিন্দা ও ১৮  সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ’র ঘোষোণা দেওয়া হয়েছে ।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. শম্পা রানী কে কতৃপক্ষের বিনা অনুমতিতে গ্রেফতার করে থানায় নেওয়ার প্রতিবাদে কর্মসুচি নির্ধারনে খুলনা বিএমএ’র কার্যকরী পরিষদের জরুরি সভা গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি ও খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম’র সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এ সভায় ডা. শম্পা রানীকে চক্রান্ত করে হয়রানি করার তিব্র নিন্দা জানান হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ টায় শহীদ ডা. মিলন চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ঘোষনা করা হয়।

একজন নারী চিকিৎসক লাঞ্ছিত করার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর ঘোষিত বিক্ষোভ সমাবেশে খুলনার সকল চিকিৎসক, পেশাজীবী, সামাজীক ও সাংস্কৃতিক সংগঠন কে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

মেডিকেল অফিসার ডা. শম্পা রানী কে কতৃপক্ষের বিনা অনুমতিতে গ্রেফতার করে থানায় নেওয়ায় নিন্দা জানান কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি ও খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম,খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা.গাজী মিজানুর রহমান, ডা.মোল্লা হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু,সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনুর রশিদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা.সুমন রায়,সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. পরিতোষ কুমার চৌধূরি, কার্যকরী সদস্য ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, ডা.ডালিয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য  ডা. আনোয়ারুল আজাদ প্রমূখ।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *