তথ্য মন্ত্রণালয় প্রকাশিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারপত্র বিতরণ

খুলনা জেলা তথ্য অফিস তথ্য মন্ত্রণালয় প্রকাশিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দু’টি প্রচারপত্র আজ খুলনায় বিতরণ শুরু করেছে। রূপসা বাসস্ট্যান্ড ও গল্লামারী বাসস্ট্যান্ডে প্রচারপত্র বিতরণের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান এবং জেলা পরিষদের প্রশাসক শেখ হারুন উর রশীদ। সারা দেশব্যাপী প্রচারপত্র দু’টি জেলা তথ্য অফিসসমূহ একযোগে বিতরণ শুরু করেছে।

তথ্যমন্ত্রণালয় প্রকাশিত প্রচারপত্র দুটির(লিফলেট) মধ্যে একটির শিরোনাম ‘জঙ্গি-সন্ত্রাস করবই নির্মূল’। এটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করে শান্তি-সমৃদ্ধি উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ গড়তে আহবান জানানো হযেছে। অন্যটির শিরোনাম ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে এগিয়ে আসুন’। এই প্রচারপত্রটিতে পবিত্র কুরআনের আয়াতসহ মহানবী হযরত মুহম্মদ(স:), যিশু খ্রিস্ট এবং স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত। এটিতে সন্তানরা যেন বিপথে না যায় তার জন্য অভিভাববদের আহবানও জানানো হয়েছে।

প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য  অফিস লিফলেট বিতরণের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে পথপ্রচার, চলচ্চিত্র প্রদশনসহ মতবিনিময়সভার আয়োজন করছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *