তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করতে পারলে তারা যুক্তিবাদী ও সৃজনশীল হবে

আজ ৯ নভেম্বর সকাল সাড়ে নয়টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে snaতক অষ্টম আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এই অলিম্পিয়াডের উদ্বোধন করে বলেন গণিত একটি ধ্রুব বিষয়। এটি বিজ্ঞানে মৌলিক বিষয়ের অন্যতম।

জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিত সম্পৃক্ত। ইতিহাস নতুন তথ্য উপাদান বা প্রমাণভিত্তিতে গ্রহণ-বর্জন হয় কিন্ত গণিত সত্য ও স্বচ্ছ বিষয়। এটি সবকিছুর গোড়া। এখান থেকেই বিজ্ঞানের নানা শাখা-প্রশাখা ছড়িয়েছে, আজ বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ ও উৎকর্ষ লাভ করছে। তিনি বলেন আজ স্কুল কলেজ এমনকি বিশ্বদ্যিালয়েও গণিত শিক্ষার প্রতি আগ্রহ কমছে। এটি শুভকর নয়। তরুণ সমাজকে গণিতের প্রতি আকৃষ্ট করতে হবে। তাদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে পারলে তারা যুক্তিবাদী ও সৃজনশীল হবে। ফলে তারা বিপথগামী হবে না। তিনি আরও বলেন গণিতের প্রতি আগ্রহ সৃষ্টিতে গনিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অষ্টম জাতীয় আঞ্চলিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। খুবির গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক, প্রতিযোগিতার  কেন্দ্রীয় আয়োজক কমিটির সহ-আহবায়ক ইউজিসি প্রফেসর ড. এম আনোয়ার হোসেন, প্রফেসর মোঃ হারুনর রশীদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনাঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ¯œাতক পর্যায়ের কলেজের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম ১০জনকে নির্বাচিত করে তাদের সনদপ্রত্র দেয়া হবে এবং  ঢাকায় জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *