তিন দিনব্যাপী লালন মেলা শুরু

বাউল সম্রাট মরমী সাধক ফকির লালন শাহের ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ রোববার। উল্লেখ্য, বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক বাউল সম্রাট লালন শাহ মারা যান। এদিকে তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী উৎসব ও লালন মেলা শুরু হয়েছে আজ  রোববার থেকে। ‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিন বদলের অনুপ্রেরণা’ এই প্রতিপাদ্য বাস্তবায়িত করতে বাউল স¤্রাটের ১২৬তম তিরোধান দিবসের অনুষ্ঠানমালাকে সাজানো হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সন্ধায় তিন দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের (মৃত্যুবার্ষিকী) অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পিপি এডভোকেট অনুপ কুমার নন্দী, জিপি এডভোকেট আক্তারুজ্জামান মাসুম, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুন, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান। মুখ্য আলোচক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। তিন দিনব্যাপী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অনুষ্ঠানস্থলে রয়েছে র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির আখড়া বাড়িতে বসেছে সাধুর হাট। আখড়াবাড়ি পরিণত হয়েছে সাধু-গুরু-বাউলদের হাট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে লালনের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *