দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারির গুরুত্ব অপরিসীম

খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারির গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যান সঠিক পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আজ দুপুরে খুলনা সার্কিট হাউজে খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজিত অর্থনৈতিক শুমারি-২০১৩ এর জেলা রির্পোট প্রকাশনা সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে দেশের মধ্যে খুলনার অবস্থান পঞ্চম। শুমারির তথ্য অনুযায়ী এ অঞ্চলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, এ অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন করতে কৃষির পাশাপাশি অকৃষি খাতের উন্নয়নের উদ্যোগ গ্রহণে গুরুত্ব দিতে হবে। জনগনের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করতে পরিসংখ্যানের তথ্য সকলকে জানাতে হবে।

খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন।  এ সময় উপজেলা চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য অনুষ্ঠানের শুরুতে অর্থনৈতিক শুমারি-২০১৩ এর জেলা রিপোর্টের মোড়ক উন্মোচন করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *