নববর্ষ বরণে খুবি’র চারুকলা ইনষ্টিটিউটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ব্যাপক কর্মযজ্ঞ

বাংলা নববর্ষকে ব্যাপক আয়োজনে বরণ করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউটে চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। চারুকলার সকল বর্ষের শতাধিক শিক্ষার্থী গত এক সপ্তাহ যাবৎ সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের কর্মে ব্যাস্ত, জানান ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাফিজুল ইসলাম।

শিক্ষার্থীরা বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে এ মূহুর্তে যখন বিভিন্ন রূপে রাজনৈতি অশান্তি, জঙ্গিবাদের উত্থান ঘটছে তখন এবারের নববর্ষ উদ্যাপনের মূল বক্তব্য হ’ল শান্তিপূর্ণ সহাবস্থান, সকলের জন্য শান্তি।” আর এ কারণে এবারের মূল মাস্কাট হিসেবে তৈরী হচ্ছে বিশাল এক পায়রা।

বর্ষবরণের এত আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে চারুকলার শিক্ষার্থী শাপলা সিংহ বলেন, নববর্ষ হ’ল বাঙালীর প্রাণের উৎসব। বহু মানুষের বহু মতের ঐক্য সৃষ্টি হয় এ উৎসবের মাধ্যমে। এ হ’ল ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালী জাতীর ঐক্যের উৎসব।

উৎসবের জন্য কি কি তৈরী করা হচ্ছে জানতে চাইলে পেইন্টিং’র শিক্ষার্থী ববিতা বলেন, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহি মুখোশ, হুতোম প্যাচা, লক্ষ্মী প্যাচা, রূপকথার দৈত্য সহ বিভিন্ন চরিত্র, হাতি, ঘোড়া, হরিণ, বাঘ, কবুতর, সাধারণ নারী-পুরুষের মুখাবয়ব ইত্যাদি। এ সকল মটিফ তৈরীতে বিচিত্র রকমের উজ্জল রঙের ব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অসংখ্য উজ্জল রঙের ব্যাবহার হ’ল বহু মানুষের মনের আনন্দকে রঙের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। এখানে রং হ’ল মানুষের মনের আনন্দের প্রতিক।

বর্ষবরণের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে খুবি চারুকলা ইনষ্টিটিউটের পেইন্টিং ও ড্রইং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তরিকত ইসলাম বলেন, “বর্ষবরণের প্রধান অঙ্গ হ’ল মঙ্গল শোভাযাত্রা যা হ’ল সমস্ত অপ শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের শান্তির আকাঙ্খা ও ভাবনার প্রকাশ। এটি আমাদেও ঐতিহ্যও। আর এবারের মাস্কাট হিসেবে স্থান পেয়েছে শান্তির প্রতিক পায়রা।”

বর্ষবরণ সম্পর্কে খুবি’র চারুকলা ইনষ্টিটিউটের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক শেখ সাদি ভূঁইয়া বলেন, বাঙালীর ঐতিহ্য পহেলা বৈশাখ এখন সার্বজনিন উৎসবে পরিণত হয়েছে। সকল অপশক্তি, মূর্খতা, অজ্ঞতা, সাম্রাজ্যবাদি পদলেহনের বিরুদ্ধে আত্মপরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার উৎসব এখন বাংলা নববর্ষ বরণ উৎসব যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তি কামনায় উদগ্রিব।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *