প্রায় আট কোটি টাকা মূল্যে’র ই-রিসোর্স খুবিতে, লাইব্রেরি বিমূখতা নয় আকর্ষণ বাড়াতে হবে: উপাচার্য

বুধবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে এক নম্বর একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দি এসেনশিয়াল ইলেক্ট্রনিক এগ্রিকালচার লাইব্রেরি (টিইইএএল) প্রদত্ত কৃষি ও মৎস্য বিষয়ক ই-রিসোর্সেস সংক্রান্ত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে, লাইব্রেরিতে এখন পাঠক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, অর্থাৎ লাইব্রেরি বিমূখতা বাড়ছে। তথ্য-প্রযুক্তির কারণে ই-বুক বা ই-জার্নাল অথবা সংশ্লিষ্ট তথ্য সহজলভ্য হলেও লাইব্রেরির প্রয়োজন ফুরিয়ে যাবে না। লাইব্রেরি বিমূখতা নয় বরং লাইব্রেরির প্রতি আকর্ষণ বাড়াতে হবে। লাইব্রেরিতে নতুন নতুন বই, জার্নাল এলে সাথে সাথে পাঠক যেন জানতে পারে সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় টিইইএএল প্রোগ্রামে যুক্ত হওয়ায় ই-লাইব্রেরি ভান্ডার সমৃদ্ধ হলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এর মাধ্যমে জ্ঞানচর্চায় প্রভূত উপকার পাবেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে এ প্রোগ্রামে যুক্ত করার ব্যাপারে একান্তভাবে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার খান আতিয়ার রহমান। উদ্বোধনীপর্বে টিইইএএল প্রোগ্রামের দক্ষিণ এশিয় কো-অর্ডিনেটর ভারতের চন্দ্র শেখর ভিত্তাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান ড. কাজী মোকলেছুর রহমান। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন সহকারী লাইব্রেরিয়ান কাজী ফেরদৌস।  বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক, গবেষক ও কর্মকর্তা এ কর্মশালায় অংশ নিচ্ছেন, যারা পরবর্তীতে প্রশিক্ষক হিসেবে অন্যদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে পারবেন। কর্মশালায় টিইইএএল প্রোগ্রামের দক্ষিণ এশিয় কো-অর্ডিনেটর ভারতের চন্দ্র শেখর ভিত্তাল এবং নাদেম গাইকোয়াড ফ্যাসিলেটরস হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, ডিসিপ্লিন প্রধানবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষীক চুক্তির ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ই-রিসোর্স সমৃদ্ধ এই টিইইএএল এর বেস সেটের মূল্য এক মিলিয়ন ডলার যা অনুদান হিসেবে প্রদান করেছে। বাংলাদেশী টাকায় যার মূল্যমান প্রায় ৮ কোটি টাকা।  কৃষি ও মৎস্য বিষয়ক ই-রিসোর্সেস এর মধ্যে ৩২৫টি রেফারেন্স জার্নাল এবং ৪ লাখ ২৯ হাজারের অধিক ফুলটেক্সট আর্টিকেল রয়েছে। বিল গেটস ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির মান গ্রন্থাগারের অলাভজনক এই প্রকল্পে এ উদ্দেশ্যে আর্থিক সহায়তা করছে, যাতে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশসমূহে এতদসংক্রান্ত শিক্ষা-গবেষণা জোরদারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন তথা সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পাররে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *