রূপসায় কোস্টগার্ডের অভিযানে সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার

খুলনার রূপসা সেতু সংলগ্ন টোলপ্লাজা এলাকা থেকে গতকাল শনিবার ভোর সাড়ে ৬টায় কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিছ ও থানকাপড়  উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাপড়ের মূল্য প্রায় সোয়া  কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কোষ্টগার্ড জানায়, শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে পিকআপ যোগে ভারতীয় বিপুল পরিমাণ কাপড় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড রূপসার খানজাহান আলী (রহঃ) সেতু এলাকায় অভিযান চালাতে থাকে। একপর্যায় শনিবার ভোর সাড়ে ৬টায় ভারতীয় কাপড়সহ পিকআপটি আটক করে। উদ্ধারকৃত অবৈধ শাড়ি কাপড়ের মধ্যে রয়েছে ৪৮৫০ পিস শাড়ি,  ১৫০ পিস থ্রিপিছ, ১৩৫০ মিট্ার থান কাপড়। এসব কাপড় খুলনা কাস্টম অফিসে হস্তান্তর  করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বর্তমান প্রচলিত বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১৫ হাজার টাকা বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, আসন্ন শারদীয় দূর্গা পূজাকে লক্ষ্য রেখে চোরাকারবারী দলগুলো ও কিছু অসৎ ব্যবসায়ী নিজ স্বার্থে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মালামাল অনুপ্রবেশের চেষ্টা করছে। পূজার বাজারকে সামনে রেখে চোরাকারবারীরা তাদের স্বার্থ হাসিলের জন্য বেশী মুনাফার লোভে ইদানিং কালে খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ কাপড়ের চোরাচালানী বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা সাতক্ষীরা এলাকা সমূহে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক টহল জোরদার করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ এম ফরিদুজ্জামান খান (এক্স) বিএনভিআর  জানান, একটি চক্র শুল্ক ফাকি দিয়ে অবৈধ ভাবে বিদেশী শাড়ী কাপড় বাজারজাত করছে ফলে দেশীয় পন্য অবহেলিত হচ্ছে। এ সকল অবৈধ বিদেশী শাড়ী কাপড় শুল্ক ফাকি দিয়ে যাতে বাজার জাত না করা হয় তার জন্য সর্বদা কাজ করছে কোস্ট র্গাড। চোরাচালানী বন্ধে  কোস্টগার্ড পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২১ ও ২২ সেপ্টেম্বর কোষ্টগার্ড ওই সেতু এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিচ ও থান কাপড় উদ্ধার করে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *