র‌্যাব’র অভিযানে হরিণের চামড়া সহ চোরা শিকারী আটক

র‌্যাব-৬, খুলনার উদ্যোগে সংস্থার সম্মেলন কক্ষে গতকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার বলেন, গতকাল ভোর সাড়ে ৬ টায় লেঃ এ এম এম জাহিদুর কবিরের নেতৃত্বে খুলনা জেলার কয়রা উপজেলার জোড়শিং এলাকা থেকে চোরা শিকারী মোঃ মাকসুদুল আলম খোকনকে আটক করে।

তিনি বলেন, জোড়শিং বাজারের পূর্ব-দক্ষিণ পার্শ্বের এনার্জি প্যাক হ্যাচারীর পাশের কাঁচা সড়ক থেকে খোকনকে আটককালে তার নিকট দুইটি হরিণের চামড়া পাওয়া যায়। এ সময় জিজ্ঞাসাবাদে খোকন জানায় যে, সে বিক্রি করার জন্য চামড়া দুটি নিয়ে যাচ্ছিলো।

খোকন আরও জানায় যে, সে এবং তার সঙ্গিরা ফাঁদ পেতে, গুলি করে ও বিষটোপ দিয়ে সুন্দরবনের হরিণ ও বাগ শিকার করে। পরে হরিণের মাংস, চামড়া, বাঘের চামড়া, হাড়, দাত প্রভৃতি দেশে এবং বিদেশে পাচার করা হয়। এ সময় খোকনের নিকট থেকে একটি মটরসাইকেল আটক করা হয় যার নম্বর প্লেটে কোন নম্বরের পরিবর্তে লেখা আছে ‘প্রাইভেট’।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *