শেষ হলো আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০১৬

খুলনা কালেক্টরেট প্রাঙ্গনে ১৩-১৭ এপ্রিল অনুষ্ঠিত হয় পাঁচ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য  মেলার সমাপনী উপলক্ষ্যে শেষ দিনে মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ ফারুক হোসেন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মান সম্পন্ন পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। একটি ভাল মানের পণ্যের প্রচারণার প্রয়োজন হয় না, কারণ এর ক্রেতারাই প্রচারকের দায়িত্ব পালন করেন। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিসিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মনিরুজ্জামান খান, নাসিব খুলনার সভাপতি ইফতেখার আলী,  বিসিকের উপ মহাব্যবস্থাপক সৈয়দ মোরশেদ আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন।

 এসএমই ফাউন্ডেশন, খুলনা জেলা প্রশাসন, বিসিক, খুলনা চেম্বার, নাসিব এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা শাখার যৌথ ব্যবস্থাপনায়  এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৫১টি স্টল অংশ গ্রহণ করে। উলে¬খ্য, এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের লক্ষে দেশব্যাপী পর্যায়ক্রমে এ ধরণের মেলার আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় খুলনায় এই প্রথম বারের মত এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হলো।

 মেলায় আবদুল্লাহ ব্যাটারি কো. (প্রা.) লিমিটেড  প্রথম, প্রিয়া বুটিকস দ্বিতীয় এবং গ্রীন হস্তশিল্প তৃতীয় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি এ সকল প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *