সরকারি হিসাব বিভাগে ডিজিটালাইজেশন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারি হিসাব বিভাগে ডিজিটালাইজেশন শীর্ষক মতবিনিময় সভা আজ খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এ এস এম সোহরাব হোসেন।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে হিসাব বিভাগে IBAS সিস্টেম, অনলাইন চালান যাচাই, ডিজিটাল ডিসপ্লে, অনলাইন পে ফিক্সেশন, অনলাইন পেনশন ফিক্সেশন, কর্মচারী ডাটাবেজ প্রস্তুতকরণ, MICR (Magnetic In character Recognition ) চেক প্রবর্তনসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।

এ সব অনলাইন সেবা বিষয়ে সম্যক ধারণা প্রদানের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে খুলনার বিভিন্ন দপ্তরের অফিসারগণ অংশগ্রহণ করেন। সভাপতি পাওয়ার পয়েন্টে অনলাইন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মোঃ আলমগীর হাসান এবং আরাধন কুমার দাশও সভায় বিভিন্ন তথ্য তুলে ধরেন।

সভায় জানান হয়, Ibas সিস্টেমে সরকারি হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়। এতে অফিসে অথবা ঘরে বসেই সরকারি কোষাগারে জমাকৃত চালান সহজে যাচাই করা যাবে। এছাড়া ভুল কোডে ব্যয়িত অর্থ প্রদর্শিত হয়। ডিজিটাল ডিসপ্লে’র মাধ্যমে গ্রাহকের দৈনন্দিন দাখিলকৃত বিভিন্ন প্রকার বিল, পেনশন নিষ্পত্তির হালনাগাদ তথ্য মনিটরিং করা যায়।

উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল থেকে প্রাথমিকভাবে খুলনা বিভাগীয় শহরে MICR চেক চালু হতে যাচ্ছে। ধাপে ধাপে এটি খুলনার সব জেলায় চালু হবে। এছাড়া EFT ( Electronic Fund Transfer ) পদ্ধতিতে সব কর্মচারীর মাসিক বেতন ভাতাদি দেয়া হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *