আবারও কেসিসিতে তিন নম্বর ইট দিয়ে নির্মাণ কাজ!

খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আবারও চলছে নিম্নমানের ঠিকাদারী কাজ। অভিযোগ, খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র যশোর রোডের শিববাড়ি থেকে ফেরিঘাট মোড় পর্যন্ত রাস্তার আইল্যান্ডে চলছে বিউটিফিকেশনের কাজ, যা করা হচ্ছে স্পূর্ণ তিন নম্বর ইট দিয়ে, অর্থাৎ এক নম্বর ইটের তৈরী আইল্যান্ড ভেঙ্গে সেটা পুঃনর্নির্মাণ কারা হচ্ছে তিন নম্বর ইট দিয়ে!

সূূত্রমতে, খুলনা মহানগরীর সৌন্দর্যায়নের উদ্দেশ্যে নগরীর বিভিন্ন সড়কদ্বীপগুলি আগ্রহী কোম্পানীর নিকট বিলবোর্ড স্থাপনের চুক্তিতে ভাড়া দেওয়া হয়। শর্ত থাকে যে, এ সকল সড়কদ্বীপ বিভিন্ন ভাবে সুশোভিত করতে হবে এবং কেসিসি নির্ধারিত কর পরিশোধ করে এ সকল সড়কদ্বীপে তারা বিলবোর্ড স্থাপন করতে পারবে।

এ সকল বিষয়ে জানতে চাইলে কেসিসি’র বিউটিফিকেশন সেল’র সদস্যসচিব, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবিরুল জব্বার বলেন, উল্লিখিত যশোর রোডের শিববাড়ি থেকে ফেরিঘাট মোড় পর্যন্ত রাস্তার আইল্যান্ডের বিউটিফিকেশনের কাজটি কোন টেন্ডার ছাড়াই আলাপ-আলোচনার মাধ্যমে দেওয়া হয়েছে “বন্ধু মিডিয়া” নামক একটি বিজ্ঞাপনী সংস্থাকে।

সরেজমিনে উল্লিখিত কার্য এলাকায় গিয়ে দেখা যায় যে, বন্ধু মিডিয়া কর্তৃপক্ষ কনস্ট্রাকশনের সম্পূর্ণ কাজটি করছে “তিন” নম্বর ইট দিয়ে, যা কেসিসি’র যে-কোন কাজের জন্য সম্পূর্ণ নিষেধ। উল্লেখ্য, কেসিসি’র বিগত মেয়র আব্দুল খালেক তালুকদার তার সময়ে এই বিষয়টি নিশ্চিৎ করতে সমর্থ হয়েছিলেন যে, “কেসিসি’র কোন কাজে তিন নম্বর” ইট চলবে না। আর এ বিষয়টি নিশ্চিৎ করতে গিয়ে তিনি সরেজমিনে কর্ম এলাকা পরিদর্শন করেছেন এবং অপকর্মকারীদের শাস্তি নিশ্চিৎ করেছেন, এবং অপকর্মকারীদের বিরাগভাজন ও অপপ্রচারের শিকার হয়েছেন কিন্তু কেসিসি’র সকল কাজে এক নম্বর ইটের ব্যবহার তিনি নিশ্চিৎ করেছেন।

এ সকল বিষয় উল্লেখ করে আবিরুল জব্বার’র নিকট উল্লিখিত যশোর রোডের শিববাড়ি থেকে ফেরিঘাট মোড় পর্যন্ত রাস্তার আইল্যান্ডের বিউটিফিকেশনের কাজে তিন নম্বর ইট ব্যবহার হচ্ছে তা তিনি জানেন কি-না জানতে চাইলে তিনি বলেন যে বিষয়টি তিনি জেনেছেন। সে ক্ষেত্রে তিনি কোন ব্যবস্থা নিয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন কাজটি কেসিসি’র নয়, তবে তিনি বিষয়টি দেখবেন।

উল্লেখ্য, তিনি দেখতে চাইলেও অবস্থার কোন পরিবর্তন হয় নি। বন্ধু মিডিয়া কর্তৃপক্ষ তিন নম্বও ইট দিয়েই সমস্ত কাজটি সম্পন্ন করেছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *