উন্নয়নে নব দিগন্ত শীর্ষক বহিরাঙ্গণ অনুষ্ঠান

বাংলাদেশ বেতার খুলনার উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ‘উন্নয়নে নব দিগন্ত’ শীর্ষক বিশেষ বহিরাঙ্গণ অনুষ্ঠান গতকাল রাতে খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ একরামুল হাবিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম এবং খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী বিভাংশু কুমার সাহা। স্বাগত বক্তৃতা করেন খুলনা বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ শাহিদুল ইসলাম।

 অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারে খুলনা বেতার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং জনগণকে সচেতন করতে বেতার কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার মতো কর্মসূচি অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধিসহ দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।

 পরে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *