খুলনায় এডাবের সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ ১২ আগস্ট খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের সমন্বকারী সংগঠন এডাব খুলনা জেলা কর্তৃক আয়োজিত সম-নাগরিকত্ব  শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে এডাব খুলনা জেলা কমিটির সভাপতি জাকিয়া আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সংবিধানে সম-নাগরিকত্বের কথা বলা আছে কিন্তু প্রকৃত পক্ষে তার বাস্তবায়ন নেই। নাগরিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য সরকার প্রতিটি সরকারি অফিসের সামনে সিটিজেন চার্টার রাখা বাধ্যতা মূলক করেছে কিন্তু নাগরিকরা তাদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হচ্ছেন না।

তিনি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতি নাগরিকদের সচেতনতা সৃষ্টিমূলক কর্মকান্ড বেশি বেশি পরিচালনার বিষয়ে জোর দিতে বলেন।

স্বাগত বক্তব্য রাখেন এডাব খুলনার সদস্য সচিব এম. নাজমুল আজম ডেভিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুকান্ত কুমার সরকার, জেলা মহিলা বিষয়ক অফিসার নার্গিস ফাতেমা জামিন, এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা নুরুজ্জামান, এবং এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচী সংগঠক কাউসার আলম কনক। সেমিনারটি সঞ্চালনা করেন এডাব খুলনার সহ-সভাপতি এড. শামীমা সুলতানা শীলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদ খুলনা ইউনিটের অধ্যাপক মোঃ আলমগীর কবির, সুজন খুলনার আহবায়ক এড. কুদরত ই খুদা, নারী নেত্রী রসু আকতার, রূপান্তরের বিভাগীয় সমন্বয়কারী তাছলিম আহমেদ সরকার, নাগরিক ফোরামের সিলভী হারুন, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী প্রমুখ। সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সুশীল সামাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *