খুলনায় জাতীয় পাট দিবস উদযাপন

দেশের অন্যান্য স্থানের ন্যায় প্রথমবাবেরর মতো খুলনায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,আলোচনা সভা, পাটপণ্য প্রদর্শনী, মোবাইল কোর্ট পরিচালনা এবং চলচ্চিত্র প্রদর্শনী।

 জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। এবারের পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’।

 সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গবেষনায় পাটের জন্ম রহস্য উদ্ভাবন একটি বড় সাফল্য। ফলে পাট শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সোনালি আঁশ ছিল পাট। পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট পণ্যের ব্যবহার বহুবিধ করতে হবে। দেশের অভ্যাšতরে পাটের ব্যবহার নিশ্চিত করে বিদেশে পাট পণ্য রপ্তানী বাড়াতে হবে। পাট শিল্পকে আধুনিকায়ন করে খুলনাকে পাটের নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জুট মিলস খুলনাঞ্চলের সভাপতি শফিকুল ইসলাম, ক্রিসেন্ট জুট মিলের উপ মহাব্যবস্থাপক আব্দুল কালাম হাজারী এবং বাংলাদেশ জুট মিলস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ জুট মিলস এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শরিফ মোহাম্মদ ফজলুর রহমান, জেলা তথ্য অফিসের উপপরিচালক ম.জাভেদ ইকবাল,পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল করিমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পাট ব্যবসায়ীরা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *