খুলনা সিটি কর্পোরেশনের ৩৪তম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের ৩৪তম সাধারণ সভা আজ বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

সভার শুরুতে তৎকালীন খুলনা পৌরসভার নজরুল নগর ইউনিয়নের কমিশনার বীর মুক্তিযোদ্ধা স ম লিয়কত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোহাঃ আনজিরা খাতুনের মাতা মমতাজ বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগমের শ্বাশুড়ি নুরজাহান বেগম, সাবেক কমিশনার মরহুম আলহাজ্ব আব্দুর রহমান তালুকদারের সহধর্মিনী হালিমা রহমান স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সিটি মেয়র সভায় প্রয়াত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ পাহাড়ী এলাকায় ভুমিধ্বসে নিহত ব্যক্তিবর্গ এবং লন্ডনে নিহত বাংলাদেশীদের স্মরণেও সভায় শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় আগামী অর্থবছরের বাজেটে ওয়ার্ডওয়ারী সেবামূলক কার্যক্রমের চাহিদা অনুযায়ী বরাদ্দ, নগরীর সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে অবৈধ বিলবোর্ড অপসারণ এবং অপসানরণ কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা, নগরীর পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন ও কেসিসি’র নিজস্ব জায়গায় নার্সারী গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনকল্পে কার্যকর ব্যবস্থাগ্রহণ, ব্যাংকের মাধ্যমে ট্রেড লাইলেন্স ফি গ্রহণ, যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে জনচলাচলে বিঘœ সৃষ্টি ও ড্রেন ভরাট বন্ধ করা সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অনিবার্য কারণে কয়েকটি আলোচ্যসূচী আলোচনা না হওয়ায় সভা মুলতবী ঘোষণা করা হয়।

কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন সহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *