গণসমাগমে মুখরিত হয়ে উঠেছে খুলনা উন্নয়ন মেলা

বিপুল সংখ্যক দর্শনার্থীদের গণসমাগমে খুলনা সার্কিট হাউজ মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে। ৯জানুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মধ্যদিয়ে শুরু হয়েছে খুলনা উন্নয়ন মেলা-২০১৭।

আজ ১০ জানুয়ারি মেলার দ্বিতীয় দিন। মেলায় প্রায় ১১০টি স্টলে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থাকে উন্নয়ন সেবাসমূহ প্রদর্শণী করতে দেখা যায়। জনসেবায় উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শনে বিভিন্ন দপ্তরের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিগত ৭ বছরে খুলনাতে বিভিন্ন সরকারি দপ্তরে অসংখ্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তারই উল্লেখযোগ্য কিছু বিবরণ তুলে ধরা হলো। গণপূর্ত-১ হাসপাতাল ভবন-১৩টি, থানা ভবন সংস্কার ৬টি, র‌্যাব কমপেক্স ৭টি, নতুন পাসপোর্ট অফিস, সিজেএম আদালত ভবন, নতুন সার্কিট হাউজ নির্মাণসহ মোট ৪০টি নতুন স্থাপনা নির্মাণ করেছে। গণপূর্ত-২ বিভাগের জেলা পুলিশ ও কেএমপি’র ছয় তলা ব্যারাক, নতুন খালিশপুর থানা ভবন, রেঞ্জ রিজার্ভে চারতলা ব্যারাক, কয়রায় নতুন থানা ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া নতুন জেলা কারাগার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, টেক্সটাইল ইন্সটিটিউট, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ চলমান রয়েছে। খুলনা জেলা পরিষদ প্রায় ২২কোটি টাকা ব্যয়ে স্কুল-কলেজ, মসজিদ-মন্দির উন্নয়ন, ঈদগাহ, এতিমখানা, কবরস্থান স্থাপন ও উন্নয়ন করেছে। আরো ২ কোটি ১৬লাখ টাকা ব্যয়ে গল্লামারী স্মৃতিসৌধ নির্মাণ, কম্পিউটার ল্যাব নির্মাণ, ডিজিটাল সেন্টার স্থাপনে সহায়তা ছাড়াও দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে। এলজিইডি খুলনার তত্ত্বাবধানে পাকা রাস্তা ৮৮৪কি.মি, ব্রীজ-কালভার্ট ১৭৯৭ মি, সাইক্লোন শেল্টার ৫৩টি, প্রাইমারি স্কুল ৩৪৩টি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৬টি, ইউপি কমপ্লেক্স ১৭টি, উপজেলা পরিষদ ভবন ১টি, উপজেলা সার্ভার স্টেশন ১টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ওজোপাডিকো লি. এর গৃহীত পদক্ষেপে গ্রাহক বেড়েছে ৩,৮২,২৭৮জন, সিস্টেম লস কমেছে ২.২৪%, নতুন ৩৩ কেভি লাইন স্থাপন ১৯৮কিমি, নতুন ১১ ও ০.৪ কেভি লাইন ১৩২৩ কিমি, ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধিসহ ৬৬৯ টি প্রিপেইড মিটার স্থাপন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। খুলনা ওয়াসার তত্ত্বাবধানে ডিপ টিউবওয়েল স্থাপন ৪৪টি, ওভারহেট ট্যাংক নির্মাণ ১১টি, ট্রান্সমিশন পাইপ লাইন স্থাপন ১৩কিমি, ডিস্ট্রিবিউশন পাইপ লাইন স্থাপন Upvc-৫৯ কিমি এবং HDPE-২২০কিমি সম্পন্ন, রিজার্ভার নির্মাণ ৭টি, গৃহসংযোগ মিটার ৭৫০০টি স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, খুলনার বটিয়াঘাটা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ। ৫১টি নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ ও সংস্কার সম্পন্ন হয়েছে।

এছাড়া বৃহৎ প্রকল্পের মাঝে ৭৬ কোটি টাকা ব্যয়ে খুলনা ও বেনাপোল আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ, ১২ কোটি টাকা ব্যয়ে আধুনিক খুলনা জেলা স্টেডিয়াম নির্মাণ, ২২কোটি টাকা ব্যয়ে জেলা ও বিভাগীয় শিল্পকলা একাডেমি নির্মাণ, ২৫৫৮কোটি টাকা ব্যয়ে খুলনা পানি সরবরাহ প্রকল্প(খুলনা ওয়াসা) বাস্তবায়নাধীন রয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *