বিএসটিআই এর অভিযান, এক লাখ ২১ টাকা জরিমানা আদায়

জনস্বার্থে মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ ও মেট্রিক পদ্ধতির প্রচলন এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে খুলনা বিএসটিআই’র উদ্যোগে জানুয়ারি মাসে খুলনা মহানগরীসহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সর্বমোট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সংশ্লি¬ষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে বিএসটিআই অধ্যাদেশ ও এ্যাক্ট লংঘনের দায়ে বিভিন্ন বেকারী, চানাচুর ফ্যাক্টরি, ফলের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি, মাছ, মাংস, কাপড়ের দোকান, জুয়েলারি দোকান ও পেট্রোল পাম্প মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হলে এক লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়।

এছাড়া জানুয়ারি মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান হতে আপেল, মাল্টা, কমলা এবং আঙ্গুর এর মোট ১৩টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের অস্তিত্ব পরীক্ষা-নিরীক্ষা করা হয়।  এতে কোন ফরমালিন পাওয়া যায়নি।

 উল্লিখিত সময়ে মোট ১৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় খুলনা জেলার ফুলতলা উপজেলার মেসার্স নিউ সুপার ব্রিকস ও মেসার্স ইউনাইটেড ব্রিকস এবং ডুমুরিয়া উপজেলার মেসার্স নূরজাহান ব্রিকস, মেসার্স এবি ব্রিকস, মেসার্স সেতু ব্রিকস ও মেসার্স আল আমিন ব্রিকস বিএসটিআই এর গুণগত মান সনদ অর্থাৎ সিএম লাইসেন্স গ্রহণ না করে ইট বিক্রয়/বিতরণ করায় সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়েকর করা হয়।

খুলনা বিএসটিআই এর পরিচালক মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *