ভেজাল বিরোধী অভিযানে নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

IMG_20170604_131713

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড ও রূপসা ষ্ট্র্যান্ড রোড এলাকায় এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা, আমদানী কারকের সিল না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৪৩ ও ৩৭ ধারা অনুযায়ী চয়েজ কসমেটিকসকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে তিন হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ১০ হাজার টাকা সহ মোট ৩৩ হাজার (তেত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযান কালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শীকদার শাহীনুর আলম’র নেতৃত্বে এ অভিযানে আর্মড পুঁলিশ ব্যাটিলিয়ান খুলনা ও ক্যাব প্রতিনিধিগণ সহায়তা করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *