মশক নিধনের দাবিতে খুলনা নাগরিক আন্দোলনের মানববন্ধন ও সমাবেশ

নগরীর মশক নিধন কার্যক্রম গতিশীল ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা নাগরিক আন্দোলনের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ২৯ এপ্রিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে বক্তারা বলেন, নিয়মিত ওষুধ না ছিটানো, ড্রেন পরিস্কার না করা, মশার প্রজনন কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ না ছিটানো ও পরিস্কার না রাখা, ভেজাল ওষুধ ব্যবহার, ওষুধে পানি মিশানো, ঝোপ-ঝাঁড় পরিস্কার না রাখা প্রভৃতি কারণে নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মশক নিধনে সিটি কর্পোরেশন পরিচালিত কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ফলশ্রুতিতে মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পাড়া-মহল্লায় কর্মরত নৈশপ্রহরীদের দায়িত্ব পালনে অসুবিধা হওয়ায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিশেষ করে চুরিডাকাতি বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। নগরবাসীর মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশংকা থেকে যায়। অন্যদিকে অবৈধ দখল দূষণ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নয়ন কাজে দায়িত্বরত প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় হীনতার কারণে উন্নয়ন কাজে হযবরল অবস্থা। প্রভৃতি কারণে নগরীর জলাবদ্ধতা মহামারী আকার ধারণ করেছে। নামমাত্র বৃষ্টিতে অসহনীয় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মক বিঘœ ঘটে। এর ফলে পরিবেশের দূষণ মারাত্মক আকার ধারণ করে। অর্থনৈতিক বিবেচনায় ক্ষতির পরিমাণও নেহাত কম নয়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *