মিডিয়া ক্লাব গঠন ও সিনেমা প্রদর্শনে ইউডিসি উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের হিউম্যান মিডিয়া ক্লাব গঠন ও সিনেমা সংক্রান্ত ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের আয়োজন করেন খুলনা জেলা তথ্য অফিস । এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেন, সরকার তার সকল সেবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা হচ্ছে জনগনের কেন্দ্রবিন্দু। পারস্পারিক যোগাযোগ অক্ষুন্ন থাকলে উন্নয়নের কাজ তরান্বিত হবে। সবসময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সংযুক্ত থাকার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন,আন্তরিকতার সাথে কোন কাজ করলে সফলতা অবশ্যই আসবে।

কর্মশালাটি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো গিয়াশ উদ্দিন  সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি প্রোগ্রামার মোঃ আবুজর রহমান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল ।

কর্মশালায় খুলনা জেলার ৬৮টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ডিজিটাল সেন্টারের  উদ্যোক্তারা  অংশগ্রহণ করেন।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *