কৈলাশগঞ্জে মৎস্যচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৪ ফেব্রুয়ারী কৈলাশগঞ্জ শ্যামাপদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মৎস্যচাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার  জয়দেব বিশ্বাস মৎস্যচাষ প্রশিক্ষণ প্রদান করেন। স্থানীয় ৫৩ জন মৎস্যচাষীর প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে তিনি চাষীদের প্রথমত মাটি পরীক্ষা, দ্বিতীয়ত পানি পরীক্ষা, তৃতীয়ত পুকুরের পাড় পরিস্কারের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

গুণগত ও মান সম্মত পোনা সংগ্রহের পর তা পুকুরে ছাড়তে হবে, সেক্ষেত্রে ওজন ২০০-২৫০গ্রাম হতে হবে। প্রতি দুই মাস অন্তর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এবং কৃষকদের সুবিধায় মৎস্য চাষ ম্যনুয়াল সরবরাহ করা হবে বলে জানানো হয়। মৎস্যের উৎপাদন বৃদ্ধি ও চাহিদা মোকাবেলায় চাষীদের প্রতিটি প্রশিক্ষণে অংশ নিয়ে জ্ঞান বৃদ্ধি পাশাপাশি পরামর্শের মাধ্যমে চাষাবাদ করলে ফলন হ্রাসের ঝুকিঁকম থাকে বলে আগাম প্রশিক্ষণ ও পরিকল্পনাই পারে চাষিদের কাঙ্খিত উৎপাদন নিশ্চিত করতে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *