বিএনপির আন্দোলন নিয়মতান্ত্রিক : পুলিশী হয়রানি বন্ধ করুণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এক ব্যক্তির প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই নিম্ন আদালতকে ব্যবহার করে এ রায় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ৩৫ বছরের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বেগম খালেদা জিয়া দেশের কোটি মানুষের আবেগ অনুভূতির কেন্দ্রস্থলে রয়েছেন। তার বিরুদ্ধে দেয়া রায় জনগনকে বেদনাহত করলেও দেশনেত্রীর নির্দেশে তারা শান্তিপূর্ণ ও সংঘাতহীন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। কিন্ত নেতাকর্মীদের এই সহনশীলতাকে দূর্বলতা মনে করলে বিনা ভোটের অবৈধ সরকার ভুল করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া-তারুণ্যের অহংকার তারেক রহমান তথা বিএনপিকে বাইরে রেখে দেশে এক তরফা নির্বাচন করার কোন তৎপরতা শুরু হলে প্রয়োজনে নেতাকর্মীরা দেশ অচল করে দেবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেন। শুক্রবার বাদ জুম্মা নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, নয় বছরের অবৈধ শাসনকালে যারা ব্যাংক-বীমা-শেয়ার বাজারসহ সকল আর্থিক খাত থেকে ৯০ হাজার কোটি টাকা লুট করেছেন, তাদের মুখে বড় কথা, বড় সবক মানায় না।

আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আদালতের দেয়া অন্যায় রায়ের প্রতিবাদে খুলনা বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। তারা কোন সহিংসতা কিংবা নাশকতা করেনি। এ ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ কর্মীদের নামে খুলনা থানায় মামলা দায়ের এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামানা মোর্ত্তজা, প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল সহ গত চার দিনে গ্রেফতার ২৫ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। অবিলম্বে তাদের নিঃর্শত মুক্তি এবং নেতাকর্মীর বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধের জোর দাবি জানান। বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, ফখরুল আলম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, জি এম রফিকুল হাসান, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতা হাফেজ শফিকুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, শাহজালাল বাবলু, এ্যাড. এস আর ফারুক, শেখ আমজাদ হোসেন, মাহবুব কায়সার, মহিবুজ্জামান কচি, শেখ আব্দুর রশিদ, এ্যাড. গোলাম মাওলা, শাহিনুল ইসলাম পাখী, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, মোঃ শাহজাহান, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, কে এম হুমায়ুন কবীর, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, হাসান মেহেদী রিজভী, নিয়াজ আহমেদ তুহিন, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, হেলাল আহমেদ সুমন, জি এম রফিকুল হাসান, রবিউল ইসলাম রবি, এ্যাড. মশিউর রহমান নান্নু, আবু সাঈদ শেখ, শেখ জামালউদ্দিন, হাবিব বিশ্বাস, বদরুল আনাম খান, আব্দুর রহমান ডিনো, বাচ্চু মীর, মোল্লা ফরিদ আহমেদ, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, আফসার উদ্দিন মাস্টার, হাসনা হেনা, রবিউল ইসলাম রুবেল, অহেদুর রহমান দীপু, হেদায়েত হোসেন হেদু, মোস্তফা কামাল, হাফিজুর রহমান মনি, জাহিদ কামাল টিটু, মহিউদ্দিন টারজান, ইমতিয়াজ আলম বাবু, এইচ এম আসলাম, রিয়াজ শাহেদ, ফারুক হিল্টন, মুসা হোসেন খান, মোঃ ইউনুস, আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম প্রমুখ।

সমাবেশে নগরীর সকল থানা ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন। পুলিশ-র‌্যাব ও গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য এ সময় দলীয় কার্যালয় ও তার আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *