বিশ্ববিদ্যালয় নতুন নতুন উদ্ভাবনার মাধ্যমে মানব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়

আজ ১৯ ফেব্রুয়ারি  সকাল ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডিভেলপমেন্ট স্টাডিজ এবং অর্থনীতি এ চারটি ডিসিপ্লিনের প্রথম বর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ে পরামর্শ ও উদ্বুদ্ধকরণ (প্রোগ্রাম অন একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন) শীর্ষক দিনব্যাপী এ কর্মসূচির  উদ্বোধন অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি নবাগত শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ধারনা দিতে গিয়ে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন প্রাচীন আমলে বিশ্ববিদ্যালয়ের আদলে মূলত সেখানে ধর্মচর্চা শেখানো হতো। ধর্মচর্চাকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি হলেও কালের পরিবর্তন পরিক্রমায় দেশ জাতি রাষ্ট্র ও তার ভৌগলিক অবস্থা এবং মানুষের দৈনন্দিন চাহিদা ও আক্সক্ষাংকা পূরণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণার বহুমুখী ব্যাপ্তি ঘটেছে। তিনি বলেন বিশ্ববিদ্যালয় উদার নৈতিক চর্চার মাধ্যমে যুক্তিবাদী সমাজ গঠনে সহায়তা করে। বিশ্ববিদ্যালয় গণতন্ত্র চর্চার জায়গা। এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তাই স্কুল কলেজের শিক্ষার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার তফাৎ অনেক। বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ শিক্ষা ও গবেষণা। গবেষণা মানে সত্যের অনুসন্ধান করা। বিশ্ববিদ্যালয় সবসময় নতুন নতুন বিষয় উদ্ভাবনার মাধ্যমে মানব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। তিনি নবাগত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহুমুখী জ্ঞানার্জনের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানবৃন্দ এবং আইকিউএসির অপর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন সমাজ বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. আফরোজা পারভীন এবং স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *