লোকজের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও কৃষিতে দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রশিক্ষণ

স্থায়ীত্বশীল স্থানীয় কৃষির উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে লোকজ পরিচালিত কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষকদের অংশগ্রহণের বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রশিক্ষণ।

মিজরিওর- জার্মানী আর্থিক সহায়তায় লোকজের আয়োজনে আজ বটিয়াঘাটা কাতিয়ানাংলা লোকজ সভাকক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটার ৩টি ইউনিয়নের ২০টি কৃষকদলের ২৫ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের উদ্বোধনী বক্তব্যের মাধম্যে অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষক নেতৃত্বে কৃষি: লোকায়ত কৃষি, জলবায়ু, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, দুর্যোগ ঝুঁকি প্রশমনে করণীয়, দুর্যোগ ও কৃষি, কৃষক ফেডারেশন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনায় সহায়কের ভূমিকা পালন করেন শংকর রঞ্জন সরকার ও লোকজের সনম্বয়কারী পলাশ দাশ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *