শিশু একাডেমীতে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতা

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে খুলনা শিশু একাডেমী আগামী ১৩ ও ১৫ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে।

১৩ নভেম্বর খুলনা ডালমিল মোড় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা (কেবলমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) ক-বিভাগ ১১ বছর পর্যন্ত এবং খ-বিভাগ ১২ থেকে ১৮ বছর পর্যন্ত। (উভয় বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত)। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমী চত্ত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (সকল শিশুদের জন্য)। ক-বিভাগ ২য় শ্রেণি পর্যন্ত। (ক-বিভাগের বিষয় ও মাধ্যম উম্মুক্ত)। খ-বিভাগ ৩য় থেকে ৫ম শ্রেণি, গ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত। খ ও গ বিভাগের    বিষয়: বিজয় উল্লাস (মাধ্যম জল রং বা প্যাস্টেল রং)। একই স্থানে সকাল সাড়ে ১০টায় কবিতা আবৃত্তি ক-বিভাগ ৪র্থ শ্রেণি পর্যন্ত ও খ-বিভাগ ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত (উভয় বিভাগের জন্য স্বাধীনতা বিষয়ক কবিতা) এবং একই স্থানে সকাল সাড়ে ১০টায় দেশাত্মবোধক সংগীত ক-বিভাগ ৫ম শ্রেণি পর্যন্ত এবং খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত।

চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমী সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *