সমাজের সর্বত্র মর্যাদাপূর্ণ ভাষা ব্যবহার করতে সকলেই বাধ্য

পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, বাজার, রাস্তা, মিডিয়া সবজায়গায় মর্যাদাপূর্ণ ভাষা ব্যবহার করতে হবে। কোন মানুষকে ‘চরিত্রহীন’ বা যে কোনো গালি দেওয়া অপরাধ, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকতে হবে। আর সে বোধ সকলের মাঝে তৈরি হওয়া প্রয়োজন। আর এ ধরনের আচরণ বাংলাদেশের সংস্কৃতিরও বিরোধী। যা নিশ্চিত করা সকল সচেতন নাগরিকের কর্তব্য। এভাবে বললেন জনউদ্যোগ, খুলনা ও সেফ’র সভায় নাগরিক নেতৃবৃন্দ।

আজ রোববার বেলা ১১টায় সেফ’র কার্যালয়ে জনউদ্যোগ,খুলনা ও সেফ’র উদ্যোগে সবজায়গায় মর্যাদাপূর্ণ ভাষা ব্যবহারের দাবিতে  নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেফ’র সমন্বয়কারী মো: আসাদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। সভায় বক্তারা বলেন, দেশে সর্বত্র চলছে ভাষার অপব্যবহার। এভাবে ভাষার অপব্যবহার চলতে থাকলে সমাজে বাড়বে অপসংস্কৃতি। ধ্বংস হবে মূল্যবোধ। তাই এখনই বন্ধের জন্য নিতে হবে পদক্ষেপ। সভায় বক্তারা বলেন, অব্যবহৃত খুমেকের রেডিওথেরাপি মেশিন অন্যত্র নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। কারণ ক্যান্সার চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ এ মেশিনটি একবার চলে গেলে আদৌ ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাঙ্কার স্থাপনসহ অবকাঠামো উন্নয়নের যেখানে কাজ চলমান রয়েছে সেখানে মেশিন অন্যত্র নেওয়ার হেতু কি তা নাগরিক সমাজ জানতে চায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-শ্রমিকলীগের জেলা সভাপতি বি এম জাফর, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, মহিলা শ্রমিকলীগের সভাপতি মনিরা সুলতানা, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য শেখ মফিদুল ইসলাম, এ এম ফারুখ-উল-ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, নান্দিক একাডেমীর পরিচালক জেসমিন জামান, সেফের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার দাস, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হিরা, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, শেখ আ: হালিম, দীপক কুমার দে, রেবা বেগম, মাহামুদা ইয়াসমীন প্রমুখ।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *