নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে খুলনা রূপসা সেতুর পশ্চিম পার্শ্ব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গাড়ী চালকদের  ব্লাড প্রেশার, চোখের দৃষ্টি, কানের শ্রবণ শক্তি, গাড়ী চালক মাদকাসক্ত কিনা এগুলো সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে গাড়ী চালকসহ, যাত্রী,পথচারী ও সাধারণ মানুষদের সচেতন হতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে জানা এবং তা মেনে চলতে হবে। একজন গাড়ী চালক আট ঘন্টার বেশি গাড়ী চালাতে পারে না এবং সেই চালকের আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। এজন্য গাড়ীর মালিক সহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মনিরুজ্জামান। অতিথি ছিলেন খুলনা সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাক একেএম সাদ উদ্দিন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *