ভারতীয় ২৭৮ বোতল ফেন্সিডিলসহ আটক ৩ জন

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) আজ সকালে এক অভিযানে ৩ মাদক কারবারীকে ভারতীয় ২৭৮ বোতল ফেন্সিডিলসহ বেনাপোল এলাকা থেকে আটক করেছে।

সূত্রমতে, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধীনস্থ পুটখালী বিওপি’র একটি টহল দল নিয়মিত টহলের পর্যায়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি মাঠের মধ্য হতে আজ ২৩ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ১২ টায় চারজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে।

বিজিবি টহল দলের তাড়ায় চোরাচালানী দল পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যগণ মোঃ আল আমিন (২২), পিতা-আবু তাহের মুন্সী ও মোঃ আবু মুসা হোসেন (২৫), পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম-আমড়াখালী, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং মোঃ মুক্তার হোসেন (২২), পিতা-মোঃ আশরাফুল হোসেন, গ্রাম-পান্থাপাড়া, থানা-শার্শা, জেলা-যশোরকে ২৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে এবং দলে থাকা অপর একজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *