ভারতে লকডাউন শিথিল একদিনে মৃত্যু ও আক্রান্ত রেকর্ড

মহামারী করোনাভাইরাসে ভারতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের এবং আক্রান্ত ৩ হাজার ৯০০ জন। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩ জনে দাঁড়ালো। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৮ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। এতে সুস্থ হওয়ার হার ২৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। এরপর পরবর্তী ধাপে বাড়ানো হয়। তবে ইতিমধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করেছে। এরপরই দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃতের খবর এলো।

এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭৩ জন, মৃত্যু হয় ৮৩ জনের। এর আগের দিন রবিবার আক্রান্ত হয়েছিল ২৪ শ’ ৮৭ জন।

দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৪১ জন। মারা গেছে ৫৮৩ জন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *