খুলনায় স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (এইচপিএনএসপি)’র লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের অপারেশনাল প্লানের আয়োজনে ‘স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশের প্রভাব’ শীর্ষক কর্মশালা আজ (সোমবার) বিকালে খুলনা নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্যসম্মত জীবন-যাপন করতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মানসিকচাপ মুক্ত থাকা ও পর্যাপ্ত পানি পানের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব।’

খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেন, খুলনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুরাদ হোসেন প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। খুলনা সিভিল সার্জন দপ্তর এ কর্মশালা বাস্তবায়ন করে।

কর্মশালায় খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী, চিকিৎসক, আইনজীবী, নাগরীক সমাজের প্রতিনিধি ও  বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *