তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন

তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন আজ মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র মেয়র ও ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সভাপতি তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, সুপেয় পানির সংকট দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে একটি বড় সমস্যা। তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনের মাধ্যমে এই সমস্যা সমাধানের পথ খোঁজা সহজ হবে। দক্ষিণাঞ্চলের এই স্থানীয় পানি সমস্যা সম্মেলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হবে বলে আশা করা যায়। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকলের জন্য পানি ও স্যানিটেশনের প্রাপ্যতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। নানা অগ্রগতি সত্ত্বেও বিশ্বে আনুমানিক ৭৮৫ মিলিয়ন মানুষ মানসম্মত পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। দক্ষিণ এশিয়ার ১৩৪ মিলিয়ন মানুষের জন্য এখনও নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। পৃথিবীতে প্রতিদিন স্বাদু পানির পরিমান কমছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে আর্সেনিকসহ অন্যান্য ধাতব ও রাসায়নিক দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূউপরিস্থ স্বাদু পানি লবণাক্ততা বৃদ্ধির কারণে পানের অযোগ্য হয়ে পড়ছে। এরই প্রেক্ষিতে ২০১১ ও ২০১৯ সালে প্রথম ও দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪-২৫ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভেন্যুতে তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *